আজকাল ওয়েবডেস্ক: রানওয়ের কাজের কারণে তিন মাসে বাতিল করা হবে ১১৪টি বিমান। এমনটাই জানিয়েছে, দিল্লি বিমানবন্দরের পরিচালনাকারী সংস্থা দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। শুক্রবার ডায়ালের তরফে জানানো হয়েছে, রানওয়ের কাজের কারণে ১৫ জুন থেকে শুরু করে আগামী তিন মাসে মোট ১১৪টি উড়ান বাতিল করা হবে। গোটা দিনের মোট বিমানের সংখ্যার ৭.৫ শতাংশ বাতিল থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, রানওয়ে RW 10/28 উন্নত করার কাজটি এর আগে মে মাসে শুরু হওয়ার কথা থাকলেও তীব্র ভিড় এবং যানজটের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। জানানো হয়েছে, ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই রানওয়েটি বন্ধ থাকবে। এই সময়ে রানওয়ের ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আপগ্রেড করা হবে। জানা গিয়েছে, এই আপগ্রেডের পর কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতেও স্বাভাবিক উড়ান চলাচল সম্ভব হবে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন প্রায় ১,৪৫০টি বিমান ওড়ে। এই বিমানবন্দরে বর্তমানে চারটি রানওয়ে রয়েছে। RW 09/27, RW 11R/29L, RW 11L/29R এবং RW 10/28। বর্তমানে T1 এবং T3 টার্মিনাল দুটি চালু রয়েছে।
T2 টার্মিনালটি মেরামতির কারণে বন্ধ রাখা হয়েছে। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের সিইও বিদেহ কুমার জয়পুরিয়ার জানান, ‘RW 10/28 রানওয়েটি ১৫ জুন থেকে তিন মাস বন্ধ থাকবে। এই সময়ে দু’ধরনের আপগ্রেড করা হবে রানওয়েতে। তিনি আরও জানান, ‘এই তিন মাসে প্রতিদিন গড় ভিত্তিতে প্রায় ৭.৫ শতাংশ বিমান বাতিল থাকবে। যাত্রীদের আগে থেকেই জানিয়ে দেওয়ার কারণে কারোর অসুবিধা হওয়ার কথা নয়’। ডায়ালের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ২০০টি বিমানের ওপর প্রভাব পড়বে রানওয়ের কাজের। তার মধ্যে ১১৪টি বাতিল এবং বাকি ৮৬টি পিক আওয়ার থেকে নন-পিক আওয়ারে রিশিডিউল করা হবে। রানওয়ে RW 10/28 পুনরায় ১৫ সেপ্টেম্বর থেকে চালু হবে।
